নিজস্ব প্রতিবেদক, হিলি
করোনা ভাইরাস দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা ইউএনও ওয়াহিদা খানম গরীব ও হতদরিদ্র আদিবাসিদের ঘরে ঘরে গিয়ে ১৫-দিনের খাদ্য সামগ্রী যেমন চাউল,ডাল,আলু,লবন,তেল ও সাবান পৌছেদেন এবং জনসাধারনকে বাড়ীতে থাকতে বলেন।
তিনি সোমবার আদিবাসি বেলতলি,কুচারপাড়া, গুচ্ছগ্রাম ও চকবামনিয়া বিশ্বনাথপুর এবং মঙ্গলবার রনিীগজ্ঞ এলাকার গরীব ও অসহায় মানুষের মাঝে ১৫-দিনের খাদ্য সামগ্রী পৌছেদেন। এ উপজেলায় সরকারী ভাবে ৮-মেট্রিক টন চাউল ও ৫০ হাজার টাকা বরাদ্দ পেয়েছেন। এ ছাড়াও ৪টি ইউনিয়ান ও একটি পৌরসভায় পৃথক পৃথক ভাবে হতদরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতারন করেন।