মঙ্গলবার , নভেম্বর ৫ ২০২৪
নীড় পাতা / স্বাস্থ্য / করোনা / হিলিতে করোনা ভাইরাস সংক্রমন রোগে এক যুবক শনাক্ত

হিলিতে করোনা ভাইরাস সংক্রমন রোগে এক যুবক শনাক্ত

নিজস্ব প্রতিবেদক, হিলিঃ
দিনাজপুরের হিলি সীমান্তের নওপাড়া গ্রামের আরিফুল ইসলাম (৩০) নামের এক যুবকের দেহে করোনা ভাইরাস সংক্রমন রোগে সনাক্ত হয়েছে।

তিনি নারায়নগজ্ঞ পোশাক শ্রমিক ছিলেন । নিজ বাড়ী হাকিমপুর উপজেলার নওপাড়াা গ্রামে এসে অসুস্থ্য হয়। ২২ তারিখে তার করোনা ভাইরাসের নমুনা পরিক্ষা করার জন্য রংপুর মেডিক্যালে পাঠানো হলে সোমবার সে করোনা ভ্ইারাসে আক্রান্ত হয়েছে বলে জানা যায়। বতমানে সে নিজ বাড়িতে হোম কোয়ারেন্টাইনে রয়েছে। এ ঘটনায় উপজেলা নির্বাহী অফিসার আব্দুর রাফিউল আলম তার বাড়ীসহ ৬টিবাড়ী লগডাউন করেছেন।

হাকিমপুর উপজেলা নিবার্হী অফিসার রাফিউল আলম জানান, এ পর্যন্ত ২৬ জনের নমুনা পরীক্ষার জন্য রংপুর মেডিক্যালের নমুনা পাঠানো হয়েছে এবং আরিফুল ইসলাম প্রথম হিলির করোনা আক্রান্ত রুগি। তার শারীরিক অবস্থা বর্তমানে ভালো বলে জানান।

আরও দেখুন

সিংড়ায় যৌথবাহিনীর ব্যাপক তল্লাশি

নিজস্ব প্রতিবেদক,,,,,,, সিংড়া বাসস্ট্যান্ড এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালায় যৌথবাহিনী। এসময় তাদের মোটরসাইকেল, প্রাইভেটকার, কাভার্ড …