নিজস্ব প্রতিবেদক, হিলি
দিনাজপুর জেলা প্রশাসকের কার্য্যালয় থেকে এক প্রঞ্জাপন জারি করা হয়েছে, দেশের করোনা ভাইরাস রোধ কল্পে জানানো হয়েছে দুপুর ১ ঘটিকা পর্যন্ত কাঁচাবাজার, মুদি দোকান ও সারবীজের দোকান খোলা রাখা যাবে। শুধু মাত্র ঔষধের দোকান খোলা থাকবে। এদিকে করোনা ভাইরাস সতর্কতায় দিনাজপুরের হাকিমপুর (হিলি), বিরামপুর, ঘোড়াঘাট ও নবাবগঞ্জ উপজেলায় সেনাবাহিনীর টহল অব্যাহত রয়েছে। সেনাবাহিনীর টহল দল উপজেলার এলাকায় মাইকিং করে করোনা সম্পর্কে সচেতন করেন এবং প্রয়োজন ছাড়া ঘরের বাহিরে না যাওয়া পরামর্শ দেন তারা। আজ সোমবার দুপুরে হিলি স্থবন্দরের সমস্ত এলাকা মেজর মোহম্মদ সানরিয়া চৌধুরীর নেতৃত্বে সেনা সদস্যরা টহল দিয়েছেন।
৬৬ পদাতিক ডিভিশনের ৪ হর্সের অধিনায়ক মেজর মোহম্মদ সানরিয়া চৌধুরী জানান, আমরা করোনা ভাইরাস প্রতিরোধে দিনাজপুর সদর উপজেলাসহ চারটি উপজেলায় সর্বক্ষণিক টহল অব্যাহত রেখেছি। মাইকিং করে জনসাধারনকে প্রয়োজন ছাড়া ঘরের বাহির হতে নিষেধ করছি এবং সামাজিক দুরত্ব বজায় রেখে চলাচল করার জন্য আহবান জানাচ্ছি।