নিজস্ব প্রতিবেদক, হিলিঃ
“সোনার বাংলায় মুজিব বর্ষে, সমাজকল্যান এগিয়ে চলে, শেখ হাসিনার মমতা, বয়স্কদের জন্য নিয়মিত ভাতা” এই স্লোগান সামনে রেখে হিলিতে বয়স্ক, বিধবা ও স্বামী নিগৃহীতা মহিলা এবং প্রতিবন্ধী ভাতা কার্যক্রমের উন্মুক্ত ভাবে ভাতা ভোগীদের বাছাই অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার সকাল ১১ টায় হাকিমপুর (হিলি) পৌরসভার আয়োজনে উন্মুক্ত ভাবে বাছাই কার্যক্রমের উদ্বোধন করেন হাকিমপুর উপজেলা চেয়ারম্যান হারুনুর রশিদ হারুন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুর রাফিউল আলম, পৌর মেয়র জামিল হোসেন চলন্ত, সমাজসেবা কর্মকর্তা কামরুজামান সুজন।
মেয়র জামিল হোসেন চলন্ত জানায়, উন্মুক্ত পদ্ধতিতে ৬৫ জন বয়স্ক, ৬৫ জন বিধবা ও ৬৫ জন প্রতিবন্ধিকে বাছাই করে কার্ড প্রদান করা হয়েছে।