নিজস্ব প্রতিবেদক, হিলি:
হিলি-হাকিমপুর উপজেলার দ্বিতীয় ধাপের অনুষ্ঠিত তিনটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশগ্রহন করা প্রার্থীদের মনোনয়ন পত্র যাচাই-বাছাই কার্যক্রম সর্ম্পূণ হয়েছে।
আজ বৃহস্পতিবার হাকিমপুর উপজেলা পরিষদ হলরুমে সকাল সাড়ে ১০টা থেকে দুই ধাপে বিকেল ৪টা পর্যন্ত যাচাই-বাছাই কার্যক্রম চলে।
হাকিমপুর উপজেলা নির্বাচন অফিসার ও রিটানিং কর্মকর্তা শফিকুল রহমান আকন্দের সভাপতিত্বে মনোনয়নপত্র যাচাই-বাছাই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নুর-এ-আলম, হাকিমপুর থানার অফিসার ইনর্চাজ খায়রুল বাসার শামীম।
যাচাই-বাছাই শেষে তিনটি ইউনিয়নের ১৪ জন চেয়ারম্যান প্রার্থীর মধ্যে ১৩ জনের মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করা হয় এবং ঝৃন খেলাপির অভিযোগে আলীহাট ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী মফিজুল ইসলাম নামের এক প্রার্থী মনোনয়ন বাতিল করা হয়। আগামী ১১ নভেম্বর তিনটি ইউনিয়নে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।