রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / হিলিতে আমদানি রপ্তানি বৃদ্ধির লক্ষে দুই দেশের ব্যবসায়ীদের বৈঠক

হিলিতে আমদানি রপ্তানি বৃদ্ধির লক্ষে দুই দেশের ব্যবসায়ীদের বৈঠক

নিজস্ব প্রতিবেদক, হিলি:
দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আমদানি রপ্তানি কার্যক্রম গতিশীল করতে ও বন্দরের নানা সমস্যা নিয়ে আলোচনা করতে ভারতীয় ব্যাবসায়ীদের আমন্ত্রণে ভারতে গেছেন বাংলাদেশ ২০ সদস্যের প্রতিনিধি দল। শুক্রবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৫ টায় হিলি জিরো পয়েন্টে ভারতীয় অভ্যন্তরে ঘন্টাব্যাপী এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ সময় ভারতীয় এ্যাসোসিয়েশনের সভাপতি আলাউদ্দিন ও সাধারণ সম্পাদক ধিরাশ অধিকারী সহ বাংলাদেশের হিলি সিএন্ডএফ এজেন্ট এ্যাসোসিয়শনের সভাপতি আব্দুর রহমান লিটন ও সাধারণ সম্পাদক জামিল হোসেন চলন্তসহ ২০ সদস্যের প্রতিনিধি দল উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে বাংলাহিলি সিএন্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জামিল হোসেন চলন্ত জানান, ভারতীয় ব্যবসায়ীদের সাথে ৫ টি গুরুত্বপূর্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। তারা সবকয়টি বিষয় মেনে নিয়েছে। এতে করে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি রপ্তানি যেমন বৃদ্ধি পাবে সেই সাথে সরকারের রাজস্ব আয় বৃদ্ধি হবে।

আরও দেখুন

নন্দীগ্রামে অবৈধভাবে পুকুর খনন করার অপরাধে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা 

নিজস্ব প্রতিবেদক নন্দীগ্রাম,,,,,,,,,,,,, বগুড়ার নন্দীগ্রামে অবৈধভাবে পুকুর খনন করার অপরাধে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা …