শনিবার , নভেম্বর ১৬ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / হিলিতে আকালুকে ১০ দিনের কারাদন্ড দিলেন ইউএনও

হিলিতে আকালুকে ১০ দিনের কারাদন্ড দিলেন ইউএনও

নিজস্ব প্রতিবেদক, হিলি:
দিনাজপুরের হাকিমপুরে প্রধান মন্ত্রীর বরাদ্দকৃত ঘর পাইয়ে দেওয়ার প্রলোভন দিয়ে এক অসহায় ব্যাক্তির কাছে থেকে প্রতারনা করে ১৪ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে রোস্তম আলী আকালু নামের এক দালালকে ১০ দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন উপজেলা নিবার্হী অফিসার ।

আজ সোমবার সন্ধ্যায় হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্টেট্র মোহাম্মদ নুর-এ-আলম তার কার্যালয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এই দন্ড প্রদান করেন ।

নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্টেট্র মোহাম্মদ নুর-এ-আলম বলেন, উপজেলার খট্রা ইউনিয়নের চক ভবানী পুর গ্রামের ভ্যান চালক ফেরদৌসকে প্রধান মন্ত্রির দেওয়া জায়গাসহ একটি ঘর দেওয়ার কথা বলে একই এলাকার দক্ষিন মাধবপাড়া গ্রামের মৃত ওয়াকিল উদ্দিনের ছেলে রোস্তম আলী আকালু (৪২) ১৪ হাজার টাকা নেয়। পরে আকালু টাকা নেয়ার বিষয়টি স্বিকার করলে তাকে ১০ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। ১৪ হাজার টাকা ফেরত দেবেন বলে জানান।

আরও দেখুন

নাটোরে নবাগত ইউএনও’র খাল পরিচ্ছন্নতার উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,নাটোরের সিংড়ায় খাল পরিচ্ছন্নতার উদ্যোগ নিয়েছেন সদ্যযোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার মাজহারুল ইসলাম। শনিবারসকাল …