নিজস্ব প্রতিবেদক:
দিনাজপুরের হিলিতে বৈষম্যবিরোধী ছাত্র, বিএনপি, জামায়াতি ইসলামী ও হিন্দু সম্প্রদায়ের
নেতৃবৃৃন্দের সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুর ১২ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নিবার্হী অফিসারের
কার্যালয়ে উপজেলা নিবার্হী অফিসার অমিত রায়ের সভাপতিত্বে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান কামাল হোসেন রাজ, মহিলা ভাইস চেয়ারম্যান পারুল নাহার,ওসি দুলাল
হোসেন,উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান,সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী,জাতীয়
পার্টির ভারপ্রাপ্ত সভাপতি মাহমুদুল ইসলাম চৌধুরী, দক্ষিণ দিনাজপুর জেলা জামায়াতের আমীর
আনোয়ারুল ইসলাম,উপজেলা জামায়াতি ইসলামির আমীর আমিনুল ইসলাম,হাকিমপুর প্রেসক্লাবের
সভাপতি জাহিদুল ইসলাম,সাবেক সাধারণ সম্পাদক মুরাদ ইমাম কবির, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের
নেতা জনার্ধন চন্দ্র রায় ও বৈষম্যবিরোধী ছাত্র, রাজনৈতিক নেতৃবৃন্দ,সাংবাদিকসহ অনেকে উপস্থিত
ছিলেন।
সভায় আলোচনা করা হয়,কোনো অপ্রীতিকর ঘটনায় আতঙ্কিত না হয়ে সাবধানতা অবলম্বন করে ঐক্যবদ্ধ
হয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে,আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেও আপনারা সহযোগিতা করুন,দেশের
এমন পরিস্থিতিতে দুষ্কৃতিকারীদের প্রশ্রয় দেওয়া উচিৎ নয়, সাধারণ মানুষদের নিয়ে ঐক্যবদ্ধ হয়ে
শান্তির পক্ষে কাজ করতে হবে। উপজেলা প্রতিটি পাড়া মহল্লায় জানমাল রক্ষা করতে সকলের সহযোগিতা
কামনা করা হয়। এছাড়া মন্দির ও হিন্দু সম্প্রদায়ের বাড়ি পাহারা দিতে প্রতিটি গ্রামের একটি করে
কমিটি গঠন করার আশ্বাস দেন জেলা জামায়াতের আমীর। সম্প্রতি ঘটে যাওয়া ঘটনা যেনো আর না ঘটে
তার জন্য প্রতিরোধ গড়ে তোলার আহবান জানানো হয়। বিএনপি বা জামায়াতি ইসলামীর পরিচয় দিয়ে
কেউ যদি হামলা বা বাড়ি ভাঙচুর করে তাকে দল থেকে বহিস্কার করা হবে।