মঙ্গলবার , ডিসেম্বর ২৪ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / হিলিতে অসহায় কৃষকের পাকা ধান কেটে দিলো স্বেচ্ছাসেবক দল

হিলিতে অসহায় কৃষকের পাকা ধান কেটে দিলো স্বেচ্ছাসেবক দল

নিজস্ব প্রতিবেদক, হিলি:
শ্রমিক সংকট ও ধান কাটার মজুরী বেশি হওয়ায় ধান কাটতে না পারায় দিনাজপুরের হাকিমপুর উপজেলার খট্রামাধবপাড়া এলাকায় অসহায় কৃষকের পাকা ধান কেটে ঘরে তুলে দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী হাকিমপুর উপজেলার স্বেচ্ছাসেবক দল। আজ শনিবার দুপুরে হাকিমপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে উপজেলার খট্টামাধবপাড়া ইউনিয়নের মাধবপাড়া গ্রামের দুইজন কৃষকের দেড় বিঘা জমির ধান কেটে দেন তারা। এতে হাকিমপুর উপজেলা বিএনপি, উপজেলা স্বেচ্ছাসেবক দল, কৃষক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা ধান কাটা কার্যক্রমে অংশগ্রহণ করেন।

এসময় উপস্থিত ছিলেন, হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, সাধারণ সম্পদক সাখাওয়াত হোসেন শিল্পী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহব্বায়ক আলী হোসেন, সদস্য সচিব সোহেল হোসেন, যুগ্ম আহব্বায়ক সেলিম শেখ , মাহবুব রহমান, যুবদলের আহবায়ক শাহ আলম, ছাত্রদলের সদস্য সচিব শাহাদত হোসেন সোহাগ, উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম দুলাল, খট্টামাধবপাড়া ইউনিয়ন বিএনপি সভাপতি সামছুল ইসলাম, সাধারণ সম্পাদক লাবু চৌধুরী, কোষাধ্যক্ষ আব্দুল মালেক, দপ্তর সম্পাদক সাইফুল ইসলামসহ আরো অনেক।

স্বেচ্ছোসেবক দলের আহবায়ক আলী হোসেন বলেন, শ্রমিক সংকট ও ধান কাটার মজুরী বেশি হওয়ায় ধান কাটতে না পারা অসহায় কৃষক দের বিনামূল্যে আমরা ধান কেটে দিচ্ছি এবং আমাদের ধান কাটা চলোমান থাকবে।

আরও দেখুন

সভাপতি আব্দুল আলীম,সম্পাদক ফারুক হোসেন

রাণীনগরে জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের  কাউন্সিল অনুষ্ঠিত নিজস্ব প্রতিবেদক রাণীনগর,,,,,,,,,,,,,,,জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের  নওগাঁর রাণীনগর …