নিজস্ব প্রতিবেদক, হিলি:
দিনাজপুরের হিলিতে সরকারিভাবে চলতি মৌসুমে কৃষকদের নিকট থেকে অভ্যন্তরিন বোরো ধান ও গম সংগ্রহ অভিযানের উদ্বোধন করা হয়েছে।
খাদ্য অধিদপ্তরের আয়োজনে আজ বুধবার দুপুরে হিলি এলএসডি খাদ্য গুদাম চত্বরে উপজেলা চেয়ারম্যান হারুন উর রশীদ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূর-এ আলম ফিতা কেটে এই কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।
উদ্বোধনি দিনে ৪জন কৃষকের নিকট থেকে ১টন করে ৪টন ধান ও ৪জন কৃষকের কাছ থেকে ১টন করে ৪টন গম সংগ্রহ করা হয়।
চলতি মৌসুমে কৃষকদের নিকট থেকে ২৭টাকা কেজি দরে ৮৮৫টন ধান ও ২৮টাকা কেজি দরে ৪৫টন গম সংগ্রহ করা হবে। যা আগামী ১৬ই আগষ্ট পর্যন্ত চলবে। এসময় সেখানে হিলি এলএসডি খাদ্যগুদাম কর্মকর্তা জোসেফ হাসদা, সহকারী গুদাম কর্মকর্তা খলিলুর রহমানসহ রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আরও দেখুন
নন্দীগ্রামে রস সংগ্রহের জন্য খেজুরগাছ প্রস্তুত
নিজস্ব প্রতিবেদক নন্দীগ্রাম ,,,,,,,,,,বগুড়ার নন্দীগ্রামে রস সংগ্রহের জন্য খেজুরগাছ প্রস্তুত করা হয়েছে। এখন হেমন্তকাল। মাঠ …