নিজস্ব প্রতিবেদক:
খুলনাসহ সারাদেশে হিন্দুপল্লীতে দুর্বৃত্তরা বর্বরোচিত হামলা, লুটপাট ভাঙচুর ও সংখ্যালঘু নির্যাতনের বিরুদ্ধে এক প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করেছে হিন্দু মহাজোট ও এর অঙ্গসংগঠন। আজ সকাল ১০ টায় নাটোর প্রেসক্লাবের সামনে এই প্রতিবাদ কর্মসূচি ও মানববন্ধন করে তারা। এ সময় সারাদেশে হিন্দু নির্যাতনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।
বক্তারা বলেন, বিচারহীনতার সংস্কৃতি হিন্দু নির্যাতনের অন্যতম কারণ। দায়ী ব্যক্তিদের বিচারের সম্মুখীন করার দাবি জানান বক্তারা। এছাড়া জাতীয় বাজেটে জনসংখ্যার ভিত্তিতে বরাদ্দ রাখার দাবি জানানো হয়।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন হিন্দু মহাজোটের আহ্বায়ক এডভোকেট ভাস্কর বাগচী, সদস্য সচিব দেবাশীষ কুমার সরকার, যুব মহাজোটের রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক লিটন সরকার, নাটোর যুব মহাজোটের সভাপতি দেবাসিশ সরকার দেবু, নির্বাহী সভাপতি সুজিত ঘোষ সাধারণ সম্পাদক চন্দন নাগ, ছাত্র মহাজোটের সভাপতি সাধারণ সম্পাদক সহ আরো অনেকে।
আরও দেখুন
নাটোরে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত-১ আহত-৯
নিজস্ব প্রতিবেদক ,,,,,,,,,,,,,,,,,,,,,নাটোর বগুড়া মহাসড়কের ডালসড়ক এলাকায় ৬টি ট্রাকের সংঘর্ষের ঘটনায় হোসাইন নামের এক ট্রাক …