নিউজ ডেস্ক:
সুনামগঞ্জের দিরাই উপজেলার জগদল ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালের উদ্বোধন করেছেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান। এর ফলে ওই এলাকার প্রায় ৪০টি গ্রামের লক্ষাধিক মানুষ স্বাস্থ্য সেবা পাবেন।
শনিবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে হাসপাতালের উদ্বোধন করা হয়। এরপর এলাকায় আনন্দ মিছিল করা হয়।
জগদল ইউনিয়নের বাসিন্দা আব্দুল মতিন জাগো নিউজে বলেন, ‘আমি কল্পনাও করতে পারিনি ঐ হাসপাতালের কার্যক্রম চালু হবে। কিন্তু অসম্ভবকে সম্ভব করেছেন পরিকল্পনামন্ত্রী। আল্লাহ উনাকে হাজার বছর বাঁচিয়ে রাখুন।’
জগদল ইউনিয়নের আরেক বাসিন্দা জাহেদ আহমদ জাগো নিউজকে বলেন, ‘হাসপাতালটি চালু হওয়ায় আমরা এলাকার মানুষ অনেক খুশি। ১০-১২ বছর ধরে চিকিৎসা পেতে আমাদের খুব কষ্ট হয়েছে।’
গ্রামের বাসিন্দা নুর নাহার বলেন, ‘অনেক দিন ধরে আমি অসুস্থ। টাকার অভাবে দিরাই বা সুনামগঞ্জে গিয়ে ডাক্তার দেখাতে পারিনি। আজকে বাড়ির পাশে হাসপাতালটি চালু হওয়ায় বিনা টাকায়, বিনা ভোগান্তিতে ডাক্তার দেখাতে পেরেছি এবং ওষুধ বিনামূল্যে পেয়েছি।’