নিজস্ব প্রতিবেদক, হিলি
করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে পাবনা হাসপাতাল থেকে হিলি-হাকিমপুরে পালিয়ে আসা রোগী মোস্তাক আল মামুনকে উদ্ধার করেছে হাকিমপুর থান পুলিশ। বৃহস্পতিবার বিকেলে তাকে তার বাড়ি মাধবপাড়া এলাকা থেকে উদ্ধার করা হয়। এঘটনায় স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে তাকে এবং তার পরিবারের সকলকে বাড়িতে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে।
হাকিমপুর থানার অফিসারর্স ইনচার্জ আব্দুর রাজ্জাক আকন্দ বিষয়টি নিশ্চিত করেন।
গত ৫ এপ্রিল মোস্তাক আল মামুন জ্বর, সর্দি, কাশি, মাথা ব্যাথা নিয়ে পাবনা বেড়া উপজেলার আমিনপুর থানার কাশিনাথপুর এলাকার দিঘলকান্দি গ্রামে শ্বশুর বাড়িতে বেড়াতে যান। এবং সর্দি, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। শরীরের অবস্থা দেখে করোনা ভাইরাস সন্দেহে পাবনা হাসপাতালের ডাক্তারেরা তাকে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে রাখেন। সে সেখান থেকে বুধবার বিকেলে পালিয়ে আসেন তার বাড়িতে।