সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / ধান কাটা কার্যক্রম পরিদর্শন করলেন নলডাঙ্গার ইউএনও

ধান কাটা কার্যক্রম পরিদর্শন করলেন নলডাঙ্গার ইউএনও

বিশেষ প্রতিনিধি, নলডাঙাঃ

আজ সকালে হালতির বিলে ধান কাটা কার্যক্রম পরিদর্শন করেন নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাকিব আল রাব্বি। এ সময় পিপরুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যরা উপস্থিত ছিলেন।

কৃষকেরা জানান যে, বিগত বছরগুলোর তুলনায় ধানে ফলন অনেক ভালো হয়েছে। হালতি বিলে সরকারি সহায়তায় বিতরণকৃত হারভেস্টার, রিপার দিয়ে ধান কাটা চলছে। বিভিন্ন জেলা হতে আগত কৃষি শ্রমিক ধান কাটা ও মলা শুরু করেছে। বিলে নিচু অংশের ধান আনতে কৃষকেরা মহিষের গাড়ি ব্যবহার করছে। পাশাপাশি ধান কাটা কার্যক্রমের সংশ্লিষ্ট সকলকে স্বাস্থ্য বিধি মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখে কাজ করতে নির্দেশনা প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …