শনিবার , ডিসেম্বর ২১ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নলডাঙ্গা / হালতির বিলে বজ্রপাতে দুইজন নিহত

হালতির বিলে বজ্রপাতে দুইজন নিহত

নিজস্ব প্রতিবেদক…..নাটোরের নলডাঙ্গা হালতিবিলে পৃথক স্থানে বজ্রপাতে মোঃ আব্দুল মোমিন (৩৫) এবং রায়হান (৩২) নামের দুইজন নিহত হয়েছে। এসময় আহত হয়েছেন দুইজন। তাদের আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার (১১ অক্টোবর) ভোরে নলডাঙ্গা উপজেলার হালতিবিলে পৃথক দুটি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নলডাঙ্গা থানার কর্মকর্তা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত মোঃ মোমিন হোসেন (৩৫) নলডাঙ্গা উপজেলার খোলাবাড়িয়া এলাকার জনৈক মোঃ নুর হোসেন মণ্ডলের ছেলে এবং রায়হান আলী নওগাঁ জেলার আত্রাই উপজেলার ক্ষুদ্র পারবিশা এলাকার জনৈক সাদেক আলীর ছেলে । আহত ব্যক্তিরা হলেন উপজেলার খোলাবাড়িয়া এলাকার মৃত কাফাজ উদ্দিনের ছেলে মোঃ সেন্টু (৫২) এবং মকবুল হোসেনের রংপুর জেলায় বলে জানা গেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার ভোরে নলডাঙ্গা উপজেলার হালতিবিলে নৌকা নিয়ে তিনজন শামুক তুলতে যান। এসময় ভোরে হঠ্যৎ বজ্রপাতে ঘটনাস্থলে মোমিন হোসেন (৩৫) নামে একজনের মৃত্যু হয়। এতে নৌকায় থাকা আরও একজন গুরুতর আহত হন। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে চিকিৎসার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। অপরদিকে হালতিবিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে রায়হান আলী নামে আরেক জনের মৃত্যু হয়েছে। অপরজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও দেখুন

আমরা আল্লাহর উপরে ভরসা করি আর হাসিনার ভরসা ভারতে-দুলু

নিজস্ব প্রতিবেদক,,,,,,,,,,,,বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, আমরা …