শনিবার , নভেম্বর ১৬ ২০২৪
নীড় পাতা / সাহিত্য ও সংস্কৃতি / কবিতা / হামিদুর রহমান মিঞার “ছোট বেলার খোকা (মুজিব)”

হামিদুর রহমান মিঞার “ছোট বেলার খোকা (মুজিব)”

ছোট বেলার খোকা

মধুমতি গাঙ পেরুলেই
টুঙ্গীপাড়া গ্রাম
সেই খানেতে খোকার জন্ম
শেখ মুজিবুর রহমান।
মাতার নাম সায়েরা খাতুন
পিতা শেখ লুৎফর রহমান
ঘর উজ্জ্বল করতে এলো
এক ক্ষণজন্মা সন্তান।

ছিল সে সবার প্রিয়
দাতা নামে আখ্যান
নিরন্নের মুখে অন্ন দিত
পেরে গোলার ধান।

পিতা যখন জিজ্ঞাসিত
হাসি মুখে উত্তর দিত
আমি যেটা করছি আব্বা
সবই আপনার অবদান।

বন্ধুদের লাগবে খাতা
বই কিম্বা পেন্সিল
উদার হস্তে বিলে দিত
যেথায় ছিলনা বকিল।
নিজের চাদর পরকে দিয়ে
সে ফিরত খালি গায়ে
আবার ছাতা দিত বৃষ্টির দিনে
ভেজার আনন্দে হয় আটখান।

পুত্রের আচরনে গর্বিত পিতা
একদিন তুমি হবেই বাংলার ত্রাতা
পিতার আশিষ যায়নি বৃথা
সারা বিশ্বে আজই এতই সম্মান।

লেখক: হামিদুর রহমান মিঞা, শিক্ষক, রাজনীতিবীদ

আরও দেখুন

কবি নাজনীন নাহার এর কবিতা “আমি মানুষ’’

আমি মানুষ! নাজনীন নাহারআমি মানুষ!হ্যাঁ আমি মানুষ।আমি অমানুষের করি নাশ,মানচিত্র থেকে মুছে দেবো আমি অমানুষদের …