নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম:
হাতের মুঠোতে চিরকুট। তাতে লেখা নিজের নাম, বাড়ির ঠিকানা ও মোবাইল ফোন নাম্বার। বুধবার রাত ৮টার দিকে হাতের মুঠোয় নিজের ঠিকানা আটকে ধরে ট্রেনের নীচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে দুই সন্তানের জনক নাজমুল ইসলাম (৩৮)। সে বড়াইগ্রাম উপজেলার মাঝগাঁও ইউনিয়নের আগ্রান পারকোল গ্রামের মোশারফ হোসেনের ছেলে। নাটোরের বাফার গোডাউন এলাকায় হোম সিগন্যালের কাছে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাত ৮টার দিকে পার্বতীপুর থেকে খুলনা গামি রকেট এক্সপ্রেস ট্রেনটি নাটোর স্টেশন থেকে ছেড়ে যায়। ট্রেনটি চলে যাওয়ার পর গোডাউন এলাকায় সিগন্যালের কাছে ট্রেনে কাটা মৃতদেহ দেখতে পেয়ে জিআরপি পুলিশকে খবর দেয় এলাকাবাসী। এ সময় তার হাতের মুঠো থেকে নাম-ঠিকানা ও মোবাইল নাম্বার লেখা চিরকুট উদ্ধার করে পুলিশ।
মাঝগাঁও ইউপি চেয়ারম্যান আব্দুল আলীম জানান, বুধবার বিকেলে নাজমুল নিজ বাড়ি থেকে তার বোনের বাড়ি নাটোর সদরের হালশায় বেড়াতে গিয়েছিল। পরে জানতে পারে সে ট্রেনের নীচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে। ধারণা করা হচ্ছে, আত্মহত্যার পর তার মরদেহটি যেনো পরিবারের কাছে পৌঁছে তার জন্য সে নিজের হাতে নিজের নাম, ঠিকানা ও মোবাইল নাম্বার লিখে ট্রেনের নীচে ঝাঁপ দেয়। বৃহস্পতিবার দুপুরে ময়না তদন্ত শেষে চিরকুটে লেখা ঠিকানায় তার মরদেহ তার বাড়িতে পৌঁছে দেয় পুলিশ।
আরও দেখুন
বাগাতিপাড়ায় আগুনে পোড়া তিন পরিবার পেল সহায়তা
নিজস্ব প্রতিবেদক বাগাতিপাড়া,,,,,,,,,,,,,নাটোরের বাগাতিপাড়ায় আগুনে পুড়ে যাওয়া ৩টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে …