রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / হাতেনাতে মোটরসাইকেল চোর ধরা পড়ল-গণপিটুনি ছাড়াই থানায়

হাতেনাতে মোটরসাইকেল চোর ধরা পড়ল-গণপিটুনি ছাড়াই থানায়

নিজস্ব প্রতিবেদক:
হাতেনাতে মোটরসাইকেল চোর ধরা পড়ল-কিন্তু গণপিটুনি ছাড়াই থানায় গেল। ঘটনাটি ঘটেছে নাটোর শহরের মাদ্রাসা মোড় মসজিদের সামনে। আজ ১২ ডিসেম্বর রবিবার সন্ধ্যায় এই ঘটনা ঘটে। রাজশাহী শহরের কনক ও শিহাব নামে দুই কিশোর নামাজ পড়তে যাওয়া এক মুসল্লীর বাজাজ ডিসকভার মোটরসাইকেল চুরি করে পালাতে যায়।

এ সময় স্থানীয়দের সন্দেহ হলে তারা করে ওই কিশোরকে ধরে ফেলে। কনক এবং শিহাবকে ধরার পরেও উপস্থিত জনগণ তাকে মারপিট না করে থানায় খবর দেয়। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের আটক করে থানায় নিয়ে আসে। কনক এর বাবা রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা এলাকার বাসিন্দা কাউসার এবং শিহাব মহানগরীর গণকপাড়ার মুসার ছেলে। তবে আশ্চর্য হলেও সত্যি হাতেনাতে ধরার পরেও পুলিশ আসা পর্যন্ত জনসাধারণ তাদের একটি চড় থাপ্পড় মারেনি।

আরও দেখুন

বাড়ির উঠানে ৪ কেজি ওজনের গাঁজারগাছ-গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,,,,,নাটোরের সিংড়া পৌরসভার বালুয়াবাসুয়া মোল্লা পাড়া এলাকায় ১০ফুট উচ্চতার একটি গাঁজার গাছ উদ্ধার …