সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / দিনাজপুর / হাকিমপুর পৌরসভা নির্বাচনে আওয়ামী“লীগের প্রার্থী নির্বাচন

হাকিমপুর পৌরসভা নির্বাচনে আওয়ামী“লীগের প্রার্থী নির্বাচন

নিজস্ব প্রতিবেদক, হিলি:
আসন্ন হাকিমপুর পৌরসভা নির্বাচনে দলীয় প্রার্থী নির্বাচনের জন্য কেন্দ্রিয় আওয়ামীলীগের নিকট তালিকা পাঠানোর লক্ষ্যে হাকিমপুর পৌর আওয়ামীলীগের ভোট অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় হিলি বাজারস্থ আওয়ামীলীগের অস্থায়ী দলীয় কার্যালয়ে পৌর আওয়ামীলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।

এতে বর্তমান মেয়রসহ ৪জন মেয়র প্রার্থীর জন্য আবেদনপত্র জমা দেন। পরে সংঠনের সদস্যদের গোপন ব্যালটের মাধ্যমে ভোট হয়। এতে সংঠনের ৬৮জন সদস্যের মধ্যে ৫৮জন সদস্যের প্রত্যক্ষ ভোটে ৪৭ ভোট পেয়ে প্রথম হিসেবে নির্বাচীত হন বর্তমান মেয়র জামিল হোসেন চলন্ত, ৫ ভোট পেয়ে বুদলা লাড়কা দ্বিতীয়, ৩ ভোট পেয়ে আমিরুল ইসলাম লিটন তৃতীয়, ২ ভোট পেয়ে কামাল হোসেন রাজ চতুর্থ প্রার্থী হিসেবে নির্বাচীত হন, ১টি ভোট বাতিল হয়। এই ফলাফল জেলা আওয়ামীলীগের মাধ্যমে তা কেন্দ্রিয় আওয়ামীলীগের নিকট পাঠানো হবে।

হাকিমপুর পৌর আওয়ামীলীগের সভাপতি শাহ আলম প্রধানের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান হারুন উর রশীদ, ভাইসচেয়ারম্যান শাহিনুর রেজা শাহীন, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি মোফাজ্জল হোসেন, সাধারন সম্পাদক আব্দুর রহমান লিটন, সাংগঠনিক সম্পাদক সোহরাব হোসেন, পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক নাসিম আহম্মেদটুকু, পৌর আওয়ামীলীগ দপ্তর সম্পাদক লুৎফর রহমানসহ অনেকে।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …