নিজস্ব প্রতিবেদক, হিলি:
দিনাজপুরের হিলি-হাকিমপুর পৌরসভার ২০২০-২০২১ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়েছে। এ অর্থ বছরের ২৮ কোটি ৩১ লাখ ৬১ হাজার ৩৩২ টাকার বাজেট ঘোষণা করা হয়। আজ বুধবার বিকেলে পৌরসভার কার্যালয়ে বাজেট অধিবেশনে পৌর মেয়র জামিল হোসেন চলন্ত বাজেট ঘোষণা করেন।
গত ২০১৯-২০২০ অর্থ বছরে বাজেটে আয় ধরা হয়েছিলো ২ কোটি ৪১ লাখ ১৭ হাজার ৩৮৫ টাকা। বাজেটে ব্যায় হয়েছে ২ কোটি ৪১ লাখ ১৭ হাজার ৩৮৫ টাকা ।
এ সময় পৌর প্যানেল মেয়র মিনহাজুল ইসলাম লিটনসহ সকল কাউন্সিলর উপস্থিত ছিলেন। সামাজিক দুরত্ব বজায় রেখে সীমিত পরিসরে ক্যাবল নেটওয়াকের মাধ্যমে এই বাজেট জনগনের সামনে উপস্থাপন করেন। এ সময় সাংবাদিকরা প্রশ্ন করলে মেয়র বাজেট উপস্থাপন শেষে প্রতিটি প্রশ্নের উত্তর প্রদান করেন।
আরও দেখুন
নন্দীগ্রামে অবৈধভাবে পুকুর খনন করার অপরাধে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা
নিজস্ব প্রতিবেদক নন্দীগ্রাম,,,,,,,,,,,,, বগুড়ার নন্দীগ্রামে অবৈধভাবে পুকুর খনন করার অপরাধে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা …