রবিবার , ডিসেম্বর ২৯ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / হাকিমপুর উপজেলা আ.লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

হাকিমপুর উপজেলা আ.লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, হিলিঃ
দিনাজপুরের হাকিমপুর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক কাউন্সিল উপলকে্ষ আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগ হাকিমপুর উপজেলা শাখার আয়োজনে রবিবার দুপুর ১২টা থেকে বিকেল পর্যন্ত হিলি স্থলবন্দরের ট্রাক মালিক গ্রুপের দ্বিতীয়তলায় এই বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।

হাকিমপুর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ইমদাদুল হক চৌধুরীর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আব্দুর রহমান লিটনের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক।

বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান হারুন উর রশীদ,ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা শাহিন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও মেয়র জামিল হোসেন চলন্ত প্রমুখ।

সভায় বক্তারা তৃনমুলের ভোটের মাধ্যমে নেতৃত্ব নির্বাচনের আহবান জানানো হয়। সেই সাথে জামায়াত ও বিএনপি থেকে আসা হাইব্রিড কোন নেতা যেন নেতৃত্বে না আসতে পারে সে বিষয়েও সকলকে সতর্ক থাকার আহবান জানানো হয়। দীর্ঘদিনের ত্যাগী ও পরিক্ষিত ব্যাক্তিকে নেতা নির্বাচনের আহবান জানানো হয়।

আরও দেখুন

পাখি ও বন্যপ্রাণি শিকারের তথ্য দিলেই উপহার! ১১ টি শালিক অবমুক্ত, পাখি রক্ষায় লিফলেট বিতরণ 

নিজস্ব প্রতিবেদক ,,,,,,,,,,,,,,,,,,চলনবিলে পাখি শিকার রোধ ও সচেতনতা সৃষ্টির লক্ষে ব্যতিক্রম উদ্যোগ নিয়েছে পরিবেশবাদী সংগঠন …