শনিবার , ডিসেম্বর ২১ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / হাকিমপুরে সাংবাদিকদের সাথে যে কথা হলো জেলা আমীর মোঃ আনোয়ারুল ইসলামের

হাকিমপুরে সাংবাদিকদের সাথে যে কথা হলো জেলা আমীর মোঃ আনোয়ারুল ইসলামের

নিজস্ব প্রতিবেদক, হিলি (দিনাজপুর): দীর্ঘ প্রায় ১৬ বছর জালিম আওয়ামীলীগ সরকারের আমলে সারাদেশে অমানবিক জুলুম নির্যাতনের শিকার হয়েছে জামায়াত শিবিরের নেতা কর্মীরা। তারা দেশ বরণ্য আলেম অলামাদের বিচারের নামে ফাঁসির মঞ্চে ফাঁসি দিয়েছে। আসমান-জমিন যার রাষ্ট্রীয় আইন চলবে তার। জালিম সরকারের আমলে হাকিমপুর থানার সাবেক ওসি আনোয়ার জামায়াত শিবিরের নেতা কর্মীদের ভয়ভীতি দেখিয়ে অনেক অর্থ হাতিয়ে নিয়েছেন,বিনা অপরাধে নেতাকর্মিদের গ্রেফতার করে জেলহাজতে দিয়েছেন সাবেক ওসি আনোয়ার হোসেন,সেই ওসি আনোয়ারকে বিচারের আওতায় আনারও দাবি জানান,গণমাধ্যম স্বাধীনতা, তথ্যের প্রবাহ ও সমাজের ন্যায় বিচারে অত্যন্ত গুরুত্বপূণ,সেই আলোকে এ দেশে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার সমান অধিকার নিশ্চিত করতে জামায়াতে ইসলামী বদ্ধপরিকর। মানবতার সেবা ও দেশ পরিচালনার যোগ্যতা অর্জনের ভিশন নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী কাজ করে যাচ্ছে।
রবিবার (২৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১ টায় জামায়াতে ইসলামী হাকিমপুর উপজেলা শাখার উদ্যোগে দিনাজপুরের হাকিমপুর প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে প্রধান অতিথি কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য ও দিনাজপুর দক্ষিণ সাংগঠনিক জেলা আমীর মোঃ আনোয়ারুল ইসলাম উপরোক্ত কথাগুলো বলেন,
হাকিমপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ জাহিদুল ইসলাম এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্য বক্তব্য রাখেন দিনাজপুর দক্ষিণ সাংগঠনিক জেলা শাখার নায়েব আমীর ড. মোহাদ্দেস এনামুল হক, জেলা সেক্রেটারি মোঃ সাইদুল ইসলাম সৈকত, উপজেলা জামায়াতের আমীর মোঃ আমিনুল ইসলাম, সেক্রেটারি মোঃ জাহিদুল ইসলাম, যুব বিভাগের আহবায়ক মোঃ সবিরুল ইসলাম, যুগ্ম আহবায়ক আব্দুর রাজ্জাক, শাহিনুর ইসলাম,প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন বুলু,সাবেক সভাপতি ডা: আলতাফ হোসেন,গোলাম মোস্তাফিজার রহমান মিলনসহ স্থলবন্দরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যম কর্মীরা।

আরও দেখুন

বড়াইগ্রামে আগুনে পুড়ে শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক বড়াইগ্রাম,,,,,,,,,,,,,,,,,নাটোরের বড়াইগ্রামে আগুনে পুড়ে আলিজা খাতুন (১) নামের এক শিশু নিহত হয়েছে। শুক্রবার …