রবিবার , নভেম্বর ১৭ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / হাকিমপুরে সরকারি আদেশ অমান্য করায় ৫৬ হাজার টাকা জরিমানা

হাকিমপুরে সরকারি আদেশ অমান্য করায় ৫৬ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক, হিলিঃ
দিনাজপুরের হাকিমপুরে সরকারি আদেশ অমান্য করায় ১৩ জনের কাছ থেকে ৫৬ হাজার ২শ’ টাকা জরিমানা আদায় ও মাদক সেবনের অভিযোগ এক যুবককে দুই মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত। বুধবার বিকেল ৩ টা থেকে রাত ৯ টা পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করেন হাকিমপুর উপজেলার নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও ইউএনও আব্দুর রাফেউল আলম। এরপর চারমাথা মোড়ে ভ্রাম্যমান আদালত চালিয়ে তাদের এ অর্থদন্ড ও কারাদন্ড প্রদান করেন। এতে সহযোগীতা করেন হাকিমপুর থানা পুলিশ ও অনসার ব্যাটালিয়ন সদস্যরা। এ সময় ওসি আব্দুর রাজ্জাক আকন্দ উপস্থিত ছিলেন।

হাকিমপুর উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও ইউএনও আব্দুর রাফেউল ইসলাম জানান, যারা সরকারি আদেশ অমান্য করে, বিনা প্রয়োজনে ও পাশ^বর্তী জেলাগুলো থেকে হিলিতে মাদক সেবনের উদ্যেশ্যে এসেছে তাদের আটক করে এ দন্ড প্রদান করা হয় । এবং মাদক সেবনের পর শৃঙ্খলা ভঙ্গ করার অপরাধে দক্ষিণবাসুদেবপুর গ্রামের মিরাজ উদ্দিনের ছেলে আঙ্গুর হোসেনকে দুই মাস কারাদন্ড প্রদান করা হয়। এবং তিনি আরো বলেন, করোনা ভাইরাস থেকে এ উপজেলারবাসীকে রক্ষা করতে আমাদের এ অভিযান অব্যহত থাকবে।

আরও দেখুন

তারেক রহমানের ইতিবাচক রাজনীতি আশার সঞ্চার করছে:দুলু

নিজস্ব প্রতিবেদক,,,,,,,বিএনপি কেন্দ্রীয় নেতা ও সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন,গতানুগতিক রাজনীতির বাইরে তারেক …