শনিবার , নভেম্বর ১৬ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / হাকিমপুরে সবজি চাষীদের মাঝে ফেরোমন ফাঁদ বিতরণ

হাকিমপুরে সবজি চাষীদের মাঝে ফেরোমন ফাঁদ বিতরণ

নিজস্ব প্রতিবেদক, হিলি:
‘‘মুজিব বর্ষ’’ উদযাপন উপলক্ষে দিনাজপুরের হাকিমপুরে নিরাপদ সবজি গ্রাম স্থাপনে সবজি চাষীদের মাঝে ফেরোমন ফাঁদ বিতরণ করা হয়েছে।

আজ রোববার দুপুরে ফেরোমন ফাঁদ বিতরণ হাকিমপুর উপজেলা চেয়ারম্যান হারুন উর রশিদ।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ও উপজেলা পরিষদের বার্ষিক উন্নয়ন কর্মসূচীর অর্থায়নে কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে সবজী চাষীদের মাঝে এসব ফেরোমন ফাঁদ বিতরণ করা হয়।

এসময় সেখানে হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার আব্দুর রাফিউল আলম, উপজেলা প্রকৌশলী সাদিক আব্দুল্লাহ, কৃষি অফিসার শামীমা নাজনীন, প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তাফিজার রহমান মিলন ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আরজেনা বেগমসহ অনেকে উপস্থিত ছিলেন।

উপজেলার ১৩৫ জন সবজী চাষীদের মাঝে ১ হাজার পিস ফেরোমন ফাঁদ বিতরণ ও ব্যবহারের কলা কৌশল সম্পর্কে চাষীদের নানা রকম পরামর্শ প্রদান করেন কৃষি অফিস।

আরও দেখুন

চাঁপাইনবাবগঞ্জে ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ ………..চাঁপাইনবাবগঞ্জে রক্তদান সামাজিক সেবামূলক সংগঠন ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার …