সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / দিনাজপুর / হাকিমপুরে সন্তানকে হত্যার অভিযোগে মা আটক

হাকিমপুরে সন্তানকে হত্যার অভিযোগে মা আটক

নিজস্ব প্রতিবেদক, হিলি:
দিনাজপুরের হাকিমপুরে ৯ বছরের শিশু কন্য সন্তানকে হত্যার অভিযোগে মা’কে আটক করেছে থানা পুলিশ।
শুক্রবার রাতে উপজেলার বৈগ্রাম নামক গ্রামে এ ঘটনা ঘটে।

হাকিমপুর থানার অফিসার ইনচার্জ তদন্ত মোস্তাফিজুর রহমান হত্যার ঘটনাটি নিশ্চিত করে বলেন, উপজেলার বৈগ্রাম গ্রামের মোহাসিন আলীর স্ত্রী রোজিনা খাতুন তার শিশু সন্তান মনিষা খাতুনকে শাসনের উদ্দেশ্যে প্রহার করলে শিশুটি গুরুতর আহত হয়। পরে তাকে প্রথমে হাকিমপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়।

এরপর সেখানে তার অবস্থার অবনতি হলে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপালে নিলে সেখানে তার মৃত্যু হয়। খবর পেয়ে হাকিমপুর থানা পুলিশ মা রোজিনা খাতুনকে আটক করে। এবং পরদিন শনিবার শিশুটির পিতা বাদি হয়ে স্ত্রীর বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …