সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / দিনাজপুর / হাকিমপুরে লটারির মাধ্যমে ধান ক্রয়

হাকিমপুরে লটারির মাধ্যমে ধান ক্রয়

নিজস্ব প্রতিবেক,হিলি
দিনাজপুরের হাকিমপুরে চলতি আমন মৌসুমে সরাসরি কৃষকদের কাছ থেকে সরকারি খাদ্যগুদামে ধান ক্রয়ের লক্ষ্যে উন্মুক্ত লটারি অনুষ্ঠিত হয়েছে।

আজ রোববার বিকেল ৪ টায় হাকিমপুর উপজেলা পরিষদ হলরুমে লটারির উদ্বোধন করেন দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক। এসময় হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার আব্দুর রাফিউল আলমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, সংসদ সদস্য শিবলী সাদিক, হাকিমপুর উপজেলা চেয়ারম্যান হারুন-উর-রশিদ, কৃষি অফিসার শামীমা নাজনীন, থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক, খাদ্য নিয়ন্ত্রক মোস্তাফিজার রহমান প্রমুখ।

এবার হাকিমপুর উপজেলার ১২ হাজার ২৬ জন কৃষকের মধ্যে থেকে উন্মুক্ত লটারীর মাধ্যমে ৮৯২ জন কৃষক নির্বাচন করা হয়। প্রতিজন কৃষক ১ টন করে ধান দিতে পারবেন।

আরও দেখুন

নাটোরে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত-১ আহত-৯

নিজস্ব প্রতিবেদক ,,,,,,,,,,,,,,,,,,,,,নাটোর বগুড়া মহাসড়কের ডালসড়ক এলাকায় ৬টি ট্রাকের সংঘর্ষের ঘটনায় হোসাইন নামের এক ট্রাক …