শনিবার , ডিসেম্বর ২১ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / হাকিমপুরে মুক্তিযোদ্ধা আব্দুল সালামের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

হাকিমপুরে মুক্তিযোদ্ধা আব্দুল সালামের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর:
দিনাজপুরের হাকিমপুরে মুক্তিযোদ্ধা আব্দুল সালামের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। শনিবার দুপুরে উপজেলার বোয়ালদাড় ইউনিয়নের সরেনঞ্জা গাড়ী ফুটবল খেলার মাঠে জানাযা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

নিহতের কফিনে সালাম প্রদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুর রাফিউল আলম, থানার ওসি ফেরদৌস ওয়াহিদ পুলিশ বাহিনীর সদস্যবৃন্দ।

এর আগে জানাজা নামাযে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার লিয়াকত হোসেন, হাকিমপুর উপজেলা ভাইস চেয়ারম্যান শাহীনুর রেজা শাহিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন। তার মৃত্যুতে শোক সমাপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও রুহের মাগফেরাত কামনা করে শোক প্রকাশ করেছেন উপজেলা চেয়ারম্যান হারুন উর রশিদ হারুন।

উল্লেখ্য মুক্তিযোদ্ধা আব্দুল সালাম (৭২) শনিবার রাত্রি ১টা নিজ বাড়িতে মৃত্যু বরণ করেন।

আরও দেখুন

লালপুরে কুরেছান বেগমের ইন্তেকাল 

নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,,দৈনিক যুগান্তর পত্রিকার নাটোরের লালপুর প্রতিনিধি ও মডেল প্রেসক্লাবের উপদেষ্টা কমিটির সদস্য সাহীন …