রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / হাকিমপুরে ছোট ভাইয়ের বাঁশের আঘাতে বড় ভাইয়ের মৃত্যু

হাকিমপুরে ছোট ভাইয়ের বাঁশের আঘাতে বড় ভাইয়ের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, হিলি:
দিনাজপুরের হিলি-হাকিমপুরে ছোট ভাই রুহুল আমীনের হাতে থাকা বাঁশের লাঠির আঘাতে বড় ভাই মুক্তার হোসেন (৩০) এর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার উপজেলার সীমান্ত ঘেষা নয়ানগর গ্রামে। তারা ওই গ্রামের মৃত সাহেব উদ্দিনের ছেলে। এ ঘটনায় মুক্তারের স্ত্রী আঞ্জুয়ারা গুরুত্বর আহত হয়েছে।

খট্রামাধবপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোকলেছার রহমান জানান, বড় ভাই মুক্তার হোসেন ছোট ভাই পারিবারিক কলহের কারনে রুহুল আমীনের বিরুদ্ধে ইউনিয়ন পরিষদে মারধরের অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে রুহুল আমীনের নামে নোটিশ করা হয়। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে রুহুল আমীন মুক্তার হোসেনের মাথায় বাঁশের লাঠি দিয়ে আঘাত করে। এতে তার মৃত্যু ঘটে।

হাকিমপুর থানার অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ জানান, পারিবারিক ঘটনাকে কেন্দ্র করে আজ বৃহস্পতিবার দুুপুুরে এ ঘটনাটি ঘটে। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মৃতদেহ ময়না তদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজের পাঠনো হয়েছে।

আরও দেখুন

বাড়ির উঠানে ৪ কেজি ওজনের গাঁজারগাছ-গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,,,,,নাটোরের সিংড়া পৌরসভার বালুয়াবাসুয়া মোল্লা পাড়া এলাকায় ১০ফুট উচ্চতার একটি গাঁজার গাছ উদ্ধার …