রবিবার , ডিসেম্বর ২৯ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / দিনাজপুর / হাকিমপুরে খামারীদের প্রশিক্ষণ

হাকিমপুরে খামারীদের প্রশিক্ষণ

নিজস্ব প্রতিবেদক, হিলিঃ
দিনাজপুরের হাকিমপুরে প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে “নিরাপদ প্রাণিজ আমিষ উৎপাদন বিষয়ক’’– খামারীদের দিনব্যাপী প্রশিক্ষণ প্রদান করা হয়।

বুধবার বিকেল সাড়ে ৩ টার দিকে উপজেলা কৃষি সম্পসারণ অফিস হলরুমে এ প্রশিক্ষণ প্রদানের আয়োজন করা হয়। এতে মাংস প্রক্রিয়াজাতকারি, মুরগী বিক্রেতা, ঔষধ বিক্রেতা, খাদ্য বিক্রেতা, দুগ্ধ খামারি, মুরগি খামারি এবং ভেড়া খামারিরা অংশগ্রহন করেন।

প্রশিক্ষণ প্রদান করেন, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো: শাহিনূর আলম, হাকিমপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো: আব্দুস সামাদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, ভেটেরিনারি সার্জন ডা. রতন কুমার ঘোষ।

প্রশিক্ষণে নিরাপদ প্রাণিজ আমিষ উৎপাদন নিশ্চিত করণের লক্ষ্যে এন্টিবায়োটিকের সঠিক ব্যবহার, বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শে মুরগি পালন এবং মাংস প্রক্রিয়াকরণের ক্ষেত্রে মানসম্মত ও অসুস্থ পশু জবাই না করার জন্য নির্দেশনা দেয়া হয়।

আরও দেখুন

সাড়ে ৪ মাস পর হিলিতে বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনে নিহত নাইমের লাশ কবর থেকে উত্তোলন

নিজস্ব প্রতিবেদক হিলি ,,,,,,,,,,,,,,,গত ৪ আগস্টে দিনাজপুরের হিলিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনেনিহত নাইমের লাশ প্রায় …