নিউজ ডেস্ক:
নদী খনন ও হাওরে বাঁধ নির্মাণের মতো প্রকল্পে পানিসম্পদ বিভাগকে আরও দ্রুত কাজ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, ধীরে ধীরে কাজ করলে চলমান কাজ শেষ করার আগেই পুরনো স্থাপনা নষ্ট হয়ে যায়।
আজ মঙ্গলবার (৫ এপ্রিল) রাজধানীর শেরে বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেকের এক সভায় গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে এমন নির্দেশনা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া সভায় কক্সবাজারে ফিশ অ্যাকুরিয়াম স্থাপনের নির্দেশও দিয়েছেন প্রধানমন্ত্রী।
গত দুদিনে সুনামগঞ্জে হাওড়ের বাঁধ ভেঙে প্রায় ৫০০ হেক্টর জমির ধান পানিতে তলিয়ে গেছে।
এছাড়া সংবাদ সম্মেলনে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, দেশের গুরুত্ব বিবেচনায় প্রকল্পগুলো একনেক সভায় অনুমোদন দেয়া হয়। অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশকে শ্রীলঙ্কার ছাঁচে ফেলে মূল্যায়ন করা ঠিক নয়। কোনো অবস্থাতেই বাংলাদেশ অপ্রয়োজনীয় প্রকল্প নেয় না।