বৃহস্পতিবার , ডিসেম্বর ২৬ ২০২৪
নীড় পাতা / জাতীয় / হাই-টেক পার্কের ওয়ান স্টপ সার্ভিসে নতুন তিন সেবা

হাই-টেক পার্কের ওয়ান স্টপ সার্ভিসে নতুন তিন সেবা

নিউজ ডেস্ক:
বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের ওয়ান স্টপ সার্ভিস (ওএসএস) পোর্টালে নতুন নতুন সেবা যুক্ত হচ্ছে। এ নিয়ে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের সঙ্গে সমঝোতা করেছে প্রতিষ্ঠানটি। গত সোমবার হাই-টেক পার্ক কর্তৃপক্ষের কার্যালয়ে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত সচিব) ডা. বিকর্ণ কুমার ঘোষ এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের পক্ষে মহাপরিদর্শক (অতিরিক্ত সচিব) মো. নাসির উদ্দিন আহমেদ সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে আইসিটি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম পিএএ উপস্থিত ছিলেন। এ পোর্টালে কলকারাখনা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের তিনটি সেবার ইন্টিগ্রেশন করা হবে। এর ফলে বিনিয়োগকারীগণ ওএসএস পোর্টালের মাধ্যমেই কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের সেবাগুলো গ্রহণ করতে পারবেন। নতুন যুক্ত হওয়া সেবাগুলোর মধ্যে রয়েছে কারখানা/প্রতিষ্ঠানের মেশিন লে আউট নকশা অনুমোদন, কারখানা/প্রতিষ্ঠানের লাইসেন্স প্রদান এবং লাইসেন্স নবায়ন/সংশোধন/ সম্প্রসারণ।

আরও দেখুন

লালপুরে গোঁসাই আশ্রমে কমিটি

গঠন নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,,,,নাটোরের লালপুরে শ্রী শ্রী ফকির চাঁদবৈষ্ণব গোঁসাই আশ্রমে আলোচনা সভা ও আহŸায়ক …