রবিবার , নভেম্বর ১৭ ২০২৪
নীড় পাতা / জাতীয় / হাই কোর্টে শারীরিক উপস্থিতিতে বিচারের পথ খুলল

হাই কোর্টে শারীরিক উপস্থিতিতে বিচারের পথ খুলল

নিউজ ডেস্ক:
মহামারীর মধ্যে স্বাস্থ্যবিধি মেনে হাই কোর্টের কোনো বেঞ্চ চাইলে শারীরিক উপস্থিতিতে বিচারকাজ চালাতে পারবে।

রোববার সুপ্রিম কোর্টের এক বিজ্ঞপ্তিতে একথা বলা হয়েছে।

করোনাভাইরাস মহামারী নিয়ন্ত্রণের লকডাউন অগাস্টের শুরুতে তুলে নেওয়ার পর হাই কোর্ট বেঞ্চে ভার্চুয়ালি বিচারকাজ চলছিল।

এরপর সংক্রমণের হার কমে যাওয়ায় এখন শিক্ষা প্রতিষ্ঠানও খুলতে যাচ্ছে দেড় বছর পর।

রোববার সেই সিদ্ধান্ত শিক্ষা মন্ত্রণালয় নেওয়ার পর হাই কোর্টেও সশরীরে উপস্থিতিতে বিচারকাজ চালানোর সুযোগ করে দেওয়া হল।

বিজ্ঞপ্তিতে বলা হয়, “হাই কোর্ট বিভাগের যে সকল বেঞ্চ শারীরিক উপস্থিতিতে আদালতের কার্যক্রম পরিচালনা করতে ইচ্ছুক, সে সকল বেঞ্চ কর্তৃক নির্ধারিত তারিখ হতে স্বাস্থ্যবিধি কঠোরভাবে অনুসরণপূর্বক প্রয়োজনীয় সুরক্ষামূলক ব্যবস্থা গ্রহণক্রমে শারীরিক উপস্থিতিতে আদালতের কার্যক্রম পরিচালনা করতে পারেন।”

গত বছর মহামারী শুরুর পর সরকারি বন্ধের সঙ্গে সঙ্গতি রেখে আদালতও খোলা-বন্ধ হয়েছে।

নিম্ন আদালতে সশরীরে উপস্থিতিতে বিচার শুরু হলেও উচ্চ আদালত ভার্চুয়ালিই চালিয়ে আসা হচ্ছে। 

আরও দেখুন

জনগণের ভোটাধিকার নিশ্চিত না হওয়া পর্যন্ত নেতাকর্মীদের সজাগ ও সর্তক থাকতে হবে- দুলু

নিজস্ব প্রতিবেদক,,,,,,,,,বিএনপি কেন্দ্রীয় নেতা ও সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন …