সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / হরিশপুর থেকে রাইফেল ও রিভলবারের ৬ রাউন্ড গুলি উদ্ধার

হরিশপুর থেকে রাইফেল ও রিভলবারের ৬ রাউন্ড গুলি উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
নাটোরের হরিশপুর রাইফেল ও রিভলবারের ছয় রাউন্ড গুলি উদ্ধার করেছে করেছে পুলিশ। সোমবার দুপুরে শহরের বড়হরিশপুর পাওয়ার গ্রীডের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় গুলিগুলো উদ্ধার করা হয়। জেলা গেয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক মাসুদ রানা জানান, ডিউটিরত অবস্থায় পাওয়ার গ্রীডের ভেতর ছয় রাউন্ড গুলি দেখতে পায় আনসার সদস্য মোস্তাফিজুর রহমান। পরে তার কাছ বিষয়টি অবগত হয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন ডিবি পুলিশের সদস্যরা। পরে পরিত্যক্ত অবস্থায় পলিথিন ও কাগজে মোড়ানো পয়েন্ট ৩০৩ রাইফেলের ৩ রাউন্ড গুলি এবং টু টু বোর রিভলবারের ৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পরে সদর থানায় গুলিগুলো হস্তান্তর করা হয়। কিভাবে পাওয়ার গ্রীডের মতো সংরক্ষিত স্থানে গুলিগুলো রাখা হলো তা গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে।

আরও দেখুন

নাটোরে হেফাজতে ইসলাম বাংলাদেশ নাটোর জেলা শাখার কাউন্সিল

নিজস্ব প্রতিবেদক………………..নাটোরে হেফাজতে ইসলাম বাংলাদেশ নাটোর জেলা শাখার কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার বেলা ১২ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *