সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / টপ স্টোরিজ / হরিশপুর অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ মনিরুলের পাশে এমপি শিমুল

হরিশপুর অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ মনিরুলের পাশে এমপি শিমুল


নিজস্ব প্রতিবেদকঃ

হরিশপুরের অগ্নিকাণ্ডে একটি বাড়ি ভস্মীভূত নাটোর শহরের হরিশপুর মহল্লায় অগ্নিকাণ্ডে একটি বাড়ি ভস্মীভূত। বেলা সাড়ে এগারোটার দিকে লাগা এই অগ্নিকাণ্ডে শের -ই-বাংলা উচ্চ বিদ্যালয়ের স্টাফ মনোয়ারা বেগমের বাড়ি,আগুনে সম্পূর্ণরূপে ভস্মীভূত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ঘণ্টা খানেক চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স এর সরকারি পরিচালক আসাদুজ্জামান জানান, আগুনে বাড়ির টিভি ফ্রিজ কাপড়চোপড় সবকিছু পুড়ে গেছে এখনো পর্যন্ত ক্ষয়ক্ষতি নিরূপণ করা সম্ভব হয়নি। তবে মনোয়ারার পারিবারিক সূত্রে জানা যায় ৫লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

খবর পেয়ে তৎক্ষণাৎ ঘটনাস্থলে উপস্থিত হয়ে নাটোর সদর আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং নগদ দশ হাজার টাকা, ঢেউ টিন, ৫০কেজি চাল, ঘর তোলার জন্য নগদ ৬হাজার টাকা তাৎক্ষণিক অর্থ তুলে দেন ক্ষতিগ্রস্ত মনোয়ারার হাতে। এ সময় সংসদ সদস্য শফিকুল ইসলামের সাথে আরো উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পৌর মেয়র উমা চৌধুরী জলি, স্থানীয় কাউন্সিলর নান্নু শেখ প্রমূখ

আরও দেখুন

সভাপতি আব্দুল আলীম,সম্পাদক ফারুক হোসেন

রাণীনগরে জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের  কাউন্সিল অনুষ্ঠিত নিজস্ব প্রতিবেদক রাণীনগর,,,,,,,,,,,,,,,জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের  নওগাঁর রাণীনগর …