নিজস্ব প্রতিবেদকঃ
নাটোরের হয়বতপুর থেকে শফিকুল ও খলিলুর নামে দুই ডিজিটাল আইপিএল জুয়ারি আটক করেছে ডিবি পুলিশ। শফিকুল ও খলিলুর উভয়ে উপজেলার হয়বতপুর গ্ৰামের মৃত মকবুল হোসেনের ছেলে।
ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈকত হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে তার নেতৃত্বে এসঅাই মিঠুন সরকার, এএসআই আব্দুল জলিল এএসআই রেজাউল, এএসআই জানেআলম উপজেলার হয়বতপুর গ্রামে অভিযান পরিচালনা করে। এসময় ডিজিটাল পদ্ধতিতে মোবাইল ফোনের মাধ্যমে আইপিএল জুয়া খেলা অবস্থায় আলামতসহ ডিবি পুলিশ সফিকুল ইসলাম ও খলিলুর রহমানকে আটক করে। এ সংক্রান্ত একটি মামলা দায়ের করে তাদের নাটোর সদর থানায় হস্তান্তর করা হয়।
আরও দেখুন
নন্দীগ্রামে অবৈধভাবে পুকুর খনন করার অপরাধে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা
নিজস্ব প্রতিবেদক নন্দীগ্রাম,,,,,,,,,,,,, বগুড়ার নন্দীগ্রামে অবৈধভাবে পুকুর খনন করার অপরাধে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা …