নিজস্ব প্রতিবেদক:
হঠাৎই নাটোরের পেঁয়াজের বাজারে অস্থিরতা দেখা দিয়েছে। মঙ্গলবার নাটোরের সবচেয়ে বড় দুটি পেঁয়াজের হাট মৌখাড়া এবং নলডাঙ্গায় দেশি পেঁয়াজ বিক্রি হয়েছে ৮০ থেকে ৮৫ টাকা কেজি দরে। যা গত শনিবার এ বিক্রি হয়েছে ৫৫ থেকে ৬০ টাকা কেজি দরে। ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ ঘোষণা করায় মঙ্গলবার নাটোরের নলডাঙ্গা বৃহৎ পাইকারি বাজার অস্থির। একদিনের ব্যবধানে পাইকারি প্রতিকেজি ২০-২৫ টাকা বেড়ে এখন ৮০ ৮৫ টাকা দরে বিক্রি হচ্ছে।
গত শনিবার হাটে এই পেঁয়াজ ৫৫-৬০ টাকা প্রতি কেজি বিক্রি হয়েছে। স্থানীয় কৃষকরা এতে খুশি হলেও সাধারণের মুখে কালো মেঘ দেখা দিয়েছে। সাধারণ ক্রেতারা আশঙ্কা করছেন গত বারের মত হঠাৎ হঠাৎ করেই লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকবে পেঁয়াজের দাম।পরে তাদের নাগালের বাইরে চলে যাবে পেঁয়াজ।
এক ক্রেতা জানান, এখনই প্রশাসনের এদিকে নজর দেয়া উচিত। তা না হলে এটি নাগালের বাইরে চলে যাবে। এ ব্যাপারে জেলা প্রশাসক মোঃ শাহ রিয়াজ জানান, যদিও ইতিমধ্যে ট্রাকে করে টিসিবি ৩০ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি শুরু করেছে। তারপরেও আমরা নিয়মিত বাজার মনিটরিং এর মাধ্যমে এটি নিয়ন্ত্রণে আনার ব্যবস্থা গ্রহণ করব।
আরও দেখুন
হিলিতে দাম কমেছে আলু পেঁয়াজের ।
নিজস্ব প্রতিবেদক হিলি,,,,,,,,,,,,,,,আমদানি বন্ধ থাকলেও দিনাজপুরের হিলি স্থলবন্দরে সপ্তাহ ব্যাবধানেআলুর দাম কেজিতে কমেছে ১৫ টাকা। …