নিজস্ব প্রতিবেদক, নলডাঙ্গা:
নাটোরের নলডাঙ্গা উপজেলার মাধবপুর স্লুইজ গেটের স্বাভাবিক পানি প্রবাহ বন্ধ করে সুতি জাল দিয়ে মাছ শিকারের জন্য ইজারা দিয়েছিল স্থানীয় প্রভাবশালীরা। এতে উপজেলার মাধবপুরসহ আশে পাশের শত শত হেক্টর ফসলি জমিতে স্থায়ী জলাবন্ধতার শঙ্কায় পড়েছিল কৃষকরা।
স্থানীয় কৃষকদের অভিযোগ পেয়ে বৃস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন ও উপজেলা মৎস্য কর্মকর্তা সঞ্জয় কুমার অভিযান চালিয়ে উপজেলার মাধবপুর খালের স্লুইজ গেটের মুখে বসানো অবৈধ সুতি জাল উদ্ধার করে জব্দ করেন।
পরে স্লুইজ গেটের পানি প্রবাহ স্বাভাবিক করে দেওয়া হয়। এর আগে বাসুদেবপুর ব্রীজের নিচে সুতি জাল দিয়ে মাছ শিকার করায় সুতিজাল উচ্ছেদ করে পানি প্রবাহ স্বাভাবিক করেন উপজেলা প্রশাসন। উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযানে স্থানীয়রা সাধুবাদ জানিয়েছেন।