শনিবার , এপ্রিল ২০ ২০২৪
নীড় পাতা / Uncategorized / স্মার্ট শিক্ষার্থীরাই স্মার্ট বাংলাদেশ গড়বে- শহিদুল ইসলাম বকুল এমপি

স্মার্ট শিক্ষার্থীরাই স্মার্ট বাংলাদেশ গড়বে- শহিদুল ইসলাম বকুল এমপি

নিজস্ব প্রতিবেদকম লালপুর(নাটোর):

নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল বলেন, স্মার্ট শিক্ষার্থীরাই স্মার্ট বাংলাদেশ গড়বে। এসময় তিনি আরো বলেন, জাতির জনক বঙ্গবন্ধু সাড়ে সাত কোটি মানুষকে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের স্বপ্ন দেখিয়েছিলেন। তার ডাকে সাড়া দিয়ে সাড়ে সাত কোটি মানুষ ঐক্যবদ্ধ হয়ে এই দেশকে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করেন। তিনি এই বাঙালি জাতিকে অসাম্প্রদায়িক ও ক্ষধামুক্ত রাষ্ট্র উপহার দিতে চেয়েছিলেন। কিন্তু স্বাধীনতার মাত্র সাড়ে চার বছরের মাথায় বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যার মাধ্যমে তার সেই স্বপ্নকে বাস্তবে রূপ নিতে দেওয়া হয়নি। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর বঙ্গবন্ধুর সেই অসমাপ্ত স্বপ্নগুলো বাস্তবায়নের পাশাপাশি বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশে রুপান্তরিত করার ঘোষণা করেছিলেন। এখন এই দেশ মধ্যম আয়ের দেশে পরিনত হয়েছে। বাংলাদেশের কেউ আর অনাহারে থাকে না। এই দেশে উৎপাদিত খাদ্য দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি করা হচ্ছে। আধুনিক প্রযুক্তির ছোঁয়াই ডিজিটাল বাংলাদেশে রুপান্তরিত হয়েছে। এখন তিনি আগামী দিনে এই দেশকে স্মার্ট বাংলাদেশ গড়ার ঘোষণা দিয়েছেন। আজকের স্মার্ট শিক্ষার্থীরাই স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবে। তারাই আগামী দিনে বাংলাদেশকে উন্নত রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করবে। রোববার দুপুরে লালপুর উপজেলার গোপালপুর ডিগ্রি পাশ অনার্স কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় অত্র কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি ও লালপুর উপজেলা নির্বাহী অফিসার শামীমা সুলতানার সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যক্ষ বাবুল আক্তার, আওয়ামীলীগ নেতা রোকনুল ইসলাম প্রমুখ।

আরও দেখুন

২৪ ঘন্টা পেরিয়ে গেলেও এখন পর্যন্ত পরিচয় পাওয়া যায়নি ট্রেনের ইঞ্জিনের হুকে ঝুলে ছিল নারীর মরদেহ

নিজস্ব প্রতিবেদক,হিলি :দিনাজপুরের হিলি রেলস্টেশনে পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনের সামনে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *