নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম:
‘স্মার্ট লাইভস্টক, স্মার্ট বাংলাদেশ’ প্রতিপাদ্য সামনে রেখে নাটোরের বড়াইগ্রামে প্রানীসম্পদ সেবা সপ্তাহ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ ফেব্রুয়ারি) দিনব্যাপী উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল চত্ত্বরে পুষ্টি, মেধা, দারিদ্র্য বিমোচন- প্রাণিসম্পদ এই কর্মসূচীর আয়োজন করে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মারিয়াম খাতুনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: আমির হামজা। বিশেষ অতিধি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ডা: সিদ্দিকুর রহমান পাটোয়ারী, বনপাড়া পৌর মেয়র কেএম জাকির হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল কুদ্দুস মিয়াজী, যুব মহিলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি এ্যাড কোহেলী কুদ্দুস মুক্তি, বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ আবু সিদ্দিক, উপজেলা পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা খুরশিদ আলম, উপজেলা কৃষি অফিসার শারমিন সুলতানা প্রমূখ।
আমির হামজা বলেন, প্রদর্শনীতে ৩৫টি স্টলে ডেইরি ফার্মের গরু, মহিষ, ছাগল, ভেড়া ও পরিযায়ী পাখির প্রদর্শন করা হয়।