নিজস্ব প্রতিবেদক, গুরুদাসপুর
স্মার্টফোন কিনে না দেয়ায় নাটোরের গুরুদাসপুরের সাবেক মাদ্রাসা ছাত্র সুজা (১৯) নামের এক কিশোর আত্মহত্যা করেছে। নিজ শয়নঘরে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে সে। সুজা পৌর সদরের চাঁচকৈড় খলিফাপাড়া মহল্লার দিনমজুর সবুর আলীর ছেলে।
স্থানীয়রা জানান, সুজার মোবাইল কেনাকে কেন্দ্র করে তার পরিবারের লোকজনের সঙ্গে একদফা দরবারও হয়েছে। সর্বশেষ শুক্রবার বিকেলে মোবাইল কিনে চাইলে সুজাকে গালমন্দ করে তার বাবা মা। আর এতেই অভিমান হয় সুজার। বিকেল ৫টার দিকে শয়ন ঘরে গেলে সুজার গলায় দড়ি দেয়া ঝুলন্ত লাশ দেখতে পায় পরিবারের লোকজন। এ রিপোর্ট লেখা পর্যন্ত সুজাকে স্থানীয় কবরস্থানে দাফনের প্রক্রিয়া চলছিল।#
আরও দেখুন
পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!
নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …