রবিবার , সেপ্টেম্বর ২৯ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / স্মাট ফোনে গেম খেলতে না দেওয়ায় কিশোরের আত্নহত্যা

স্মাট ফোনে গেম খেলতে না দেওয়ায় কিশোরের আত্নহত্যা

নিজস্ব প্রতিবেদক:

নাটোরের লালপুরে স্মাট মোবাইল ফোনে গেম খেলতে না দেওয়ায় মায়ের উপর অভিমান করে মুহিন (১৩) নামের এক কিশোর আত্মহত্যা করেছে। সে উপজেলার ভাটপাড়া গ্রামের মামুন আলীর ছেলে ও গৌরীপুর স্কুল এন্ড কলেজের ৮ম শ্রেণির শিক্ষার্থী। শুক্রবার (৩১ মে ২০২৪) দুপুরে উপজেলার ২নং ঈশ্বরদী ইউনিয়নের ভাটপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায় দুপুরে স্মাট মোবাইলে গেম খেলতে না দিয়ে দাদার সাথে মাঠে যেতে বলায় মায়ের উপর অভিমান করে ঘরের দরজা বন্ধ করে শুয়ে থাকে।

কিছুক্ষণ পরে পরিবারের লোকজন ডাকলে কোন সাড়া শব্দ না পেয়ে পাশের ঘরের চাতাল দিয়ে ঘরে প্রবেশ করে দেখতে পায় ঘরের তীরের সাথে মায়ের ব্যবহৃত ওড়না পেঁচিয়ে আত্নহত্যা করেছে। ২নং ঈশ্বরদী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য বাচ্চু মেব্বার জানান, খেলাধুলা করে দুপুরে বাড়িতে এসে মায়ের কাছে স্মার্ট মোবাইল ফোন চাইলে না দেওয়ায় মায়ের উপর অভিমান করে নিজ শয়ন কক্ষে তীরের সাথে মায়ের ব্যবহৃত ওড়না পেঁচিয়ে আত্নহত্যা করে। নিহত মুহিনের চাচা রহমতুল্লাহ জানান সকালে গ্রামের অন্যান্য ছেলেদের সাথে ক্রিকেট খেলে বাড়িতে ফেরার পর মায়ের নিকট গেম খেলার জন্য স্মার্ট মোবাইল ফোন চাইলে না দেওয়ায় অভিমান করে ঘরের দরজা বন্ধ করে তার মায়ের ব্যবহৃত ওড়না পেচিয়ে আত্মহত্যা করে।

লালপুর থানার অফিসার ইনচার্জ ওসি নাছিম আহমেদ জানান, বিষয়টি শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে, এব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। পরিতোষ অধিকারী নাটোর ৩১-০৫-২৪

আরও দেখুন

নাটোরে সিংড়ায় সংখ্যালঘুদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক: নাটোরে সিংড়ায় সংখ্যালঘু নারীকে ধর্ষণ, নির্যাতন চাঁদাবাজি বন্ধের প্রতিবাদে ও ধর্ষককে গ্রেফতারের দাবিতে …