সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জাতীয় / স্বাস্থ্য সুরক্ষায় স্থানীয় তহবিল সংগ্রহের উদ্যোগ প্রশংসনীয়

স্বাস্থ্য সুরক্ষায় স্থানীয় তহবিল সংগ্রহের উদ্যোগ প্রশংসনীয়

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরী বলেছেন, সুবিধাবঞ্চিত মানুষের স্বাস্থ্য সুরক্ষায় বিদেশি আর্থিক নির্ভরতা কমিয়ে স্থানীয়ভাবে তহবিল সংগ্রহের উদ্যোগ প্রশংসনীয়। দেশের মানুষের সেবাকে এগিয়ে নিতে ও টেকসই করতে এই ফোরাম উল্লেখযোগ্য ভূমিকা রাখবে। 

গতকাল রোববার রাজধানীর ধানমন্ডিতে আহছানিয়া মিশন মিলনায়তনে ‘আহছানিয়া মিশন স্বাস্থ্য সুরক্ষা ফোরাম’র উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

ঢাকা আহছানিয়া মিশনের সভাপতি কাজী রফিকুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরশেনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মো. মোমিনুর রহমান মামুন, লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনালের সেকেন্ড সেঞ্চুরি অ্যাম্বাসেডর লায়ন অধ্যাপক ডা. এম ফখরুল ইসলাম, পিএমজেএফ। প্রধান বক্তা ছিলেন সাবেক জেলা গভর্নর, লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনালের লায়ন শেখ আনিসুর রহমান, পিএমজেএফ। স্বাগত বক্তব্য রাখেন মিশন স্বাস্থ্য সেক্টরের পরিচালক ইকবাল মাহমুদ।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …