নিজস্ব প্রতিবেদক:
স্বাস্থ্যবিধি না মানায় নাটোরে ২৭ জন ব্যক্তিকে জরিমানা করেছে জেলা প্রশাসন পরিচালিত ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার বেলা এগারোটা থেকে দুপুর একটা পর্যন্ত নাটোর শহরের বিভিন্ন স্থানে পরিচালিত অভিযানে আটটি মামলা দায়েরের মাধ্যমে ২৭ জন ব্যক্তি কে ৫ হাজার দুইশ টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমান আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট সোমা খাতুন দন্ডবিধির ২৬৯ ধারায় সংক্রামক রোগ নিয়ন্ত্রণ আইনে এই অর্থ দন্ডাদেশ প্রদান করেন।
এসময় তিনি করোনা সংক্রমণ রোধে সবাইকে স্বাস্থ্য বিধি অনুসরণ করে মাস্ক ছাড়া বাইরে বের না হওয়ার জন্য অনুরোধ জানান। এছাড়াও ভ্রাম্যমান আদালতের এই অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান। এ পর্যন্ত একবছরে নাটোর জেলায় ১২৬৯ জন করোনায় আক্রান্ত হয়েছে এবং ১২ জন মারা গেছেন।
আরও দেখুন
নাটোরে নবাগত ইউএনও’র খাল পরিচ্ছন্নতার উদ্যোগ
নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,নাটোরের সিংড়ায় খাল পরিচ্ছন্নতার উদ্যোগ নিয়েছেন সদ্যযোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার মাজহারুল ইসলাম। শনিবারসকাল …