রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / স্বাস্থ্য / করোনা / স্বাস্থ্যবিধি অমান্য করায় নলডাঙ্গাতে জরিমানা

স্বাস্থ্যবিধি অমান্য করায় নলডাঙ্গাতে জরিমানা

বিশেষ প্রতিবেদক:

নাটোরের নলডাঙ্গা বাজারে স্বাস্থ্যবিধি অমান্য করায় একটি দোকানে ৫শ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রবিবার সকালে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন এই আদালত পরিচালনা করেন। করোনা ভাইরাস প্রতিরোধে পরিচালিত মোবাইল কোর্টে এ জরিমানা করা হয়।

নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন জানান, সরকারি আদেশ অমান্য ও স্বাস্থ্যবিধি না মেনে ব্যবসায প্রতিষ্ঠান পরিচালনার অপরাধে বাজারের মুদি ব্যবসায়ী সুইট আহমেদকে জরিমানা করা হয়। ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে। এসময় তিনি করোনা ভাইরাস সংক্রমণ রোধে সবাইকে স্বাস্থ্য বিধি মেনে চলার জন্যে অনুরোধ করেন।

আরও দেখুন

বাড়ির উঠানে ৪ কেজি ওজনের গাঁজারগাছ-গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,,,,,নাটোরের সিংড়া পৌরসভার বালুয়াবাসুয়া মোল্লা পাড়া এলাকায় ১০ফুট উচ্চতার একটি গাঁজার গাছ উদ্ধার …