রবিবার , নভেম্বর ১৭ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / স্বাস্থ্যবিধি অমান্যকারীদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

স্বাস্থ্যবিধি অমান্যকারীদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

নিজস্ব প্রতিবেদক:
করোনা সংক্রমণ প্রতিরোধে চলমান বিধিনিষেধ বাস্তবায়নে নাটোরে এক যোগে মাঠে কাজ করছে পুলিশ, জেলা প্রসাসন, সেনাবাহিনী, বিজিবি ও আনসার সদস্যরা। চলমান বিধিনিষেধ না মানায় বড়াইগ্রাম উপজেলার মৌখড়া বাজার, থানার মোড়, রাজ্জাকের মোড়,লক্ষীকোল বাজার, বনপাড়া প্রভৃতি স্থানে মোবাইল কোর্ট পরিচালনা কালে সরকারী নির্দেশ অমান্য করে দোকান খোলা রাখায় এবং স্বাস্থ্যবিধি অমান্য করে মাস্ক পরিধান না করায় মোট পাচ টি মামলায় আটটি অর্থদণ্ড প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলম।

একই সময় অভিযান পরিচালিত হয় দীঘাপতিয়া, ডালসড়ক, তেবাড়িয়া, কাপুড়িয়াপট্টি, বঙ্গজ্বল, কাঠালবারিয়া, গোয়ালদিঘি, দত্তপাড়া, হরিশপুর, মাদ্রাসামোড়, স্টেশনবাজার, বনবেলঘরিয়া, নিচাবাজার প্রভৃতি স্থানে।

এ সময় সরকারি নির্দেশ অমান্য করে দোকানপাট খোলা রাখার দায়ে তিন টি মামলায় অভিযুক্ত তিনজনকে দুই হাজার ২০০ টাকা জরিমানা করে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শরীফ শাওন। অভিযানে সহায়তা করেন আনসার ও বিজিবি।

এদিকে নলডাঙ্গা হাট, বাসুদেবপুর, মাধনগর, পাটুল প্রভৃতি স্থানে মোবাইল কোর্ট পরিচালনা কালে স্বাস্থ্য বিধি ভঙ্গ করায় ১টি মামলায় ২০০/- অর্থদণ্ড প্রদান করা হয়। মোবাইল কোর্ট পরিচালনায় সহায়তা করেন নলডাঙ্গা থানা পুলিশের একটি দল। আজ দুপুরে কঠোর বিধিনিষেধ কার্যকর ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খালিদ হাসানের নেতৃত্বে লালপুর উপজেলার বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। স্বাস্থ্যবিধি অমান্য করায় ৩ টি মামলায় ৩ ব্যাক্তিকে ৯০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। এসময় ক্রেতা বিক্রেতাকে স্বাস্থ্যবিধি প্রতিপালন বিষয়ে সতর্ক করা হয়। বাংলাদেশ সেনাবাহিনী অভিযান পরিচালনায় সহযোগিতা করেন।

সর্বাত্মক লকডাউন বাস্তবায়নে নাটোর শহরের বিভিন্ন স্থানে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুমা খাতুনের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় স্বাস্থ্যবিধি অমান্য করায় ৫ টি মামলায় ১০০০ টাকা জরিমানা করা হয়। সরকার ঘোষিত চলমান কঠোর বিধিনিষেধ বাস্তবায়নের লক্ষ্যে নাটোরের জেলা প্রশাসক জনাব শামীম আহমেদ বিভিন্ন উপজেলা পরিদর্শন করেন।

আরও দেখুন

তারেক রহমানের ইতিবাচক রাজনীতি আশার সঞ্চার করছে:দুলু

নিজস্ব প্রতিবেদক,,,,,,,বিএনপি কেন্দ্রীয় নেতা ও সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন,গতানুগতিক রাজনীতির বাইরে তারেক …