শুক্রবার , নভেম্বর ১৫ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / স্বাস্থ্যকর্মীদের অস্বাস্থ্যকর আয়োজন, করোনাকালীন স্বাস্থ্য আইন লংঘন

স্বাস্থ্যকর্মীদের অস্বাস্থ্যকর আয়োজন, করোনাকালীন স্বাস্থ্য আইন লংঘন

নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম:
নাটোরের বড়াইগ্রামে কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) পদাধিকার নামীয় স্বাস্থ্যকর্মীদের করোনাকালীন সময়ে অস্বাস্থ্যকর আয়োজন ও করোনাকালীন স্বাস্থ্য বিধি (আইন) লংঘন করার অভিযোগ উঠেছে। শুক্রবার দুপুরে নাটোরের বনপাড়া পৌর শহরের মালিপাড়া রোডস্থ নিউ কফি হাউস এন্ড রেঁস্তোরা নামক চাইনিজ রেস্টুরেন্টের ছোট্ট কক্ষে ৪০ জন স্বাস্থ্যকর্মীর উপস্থিতিতে বাংলাদেশ সিএইচসিপি অ্যাসোসিয়েশন নাটোর জেলা শাখার নবনির্বাচিত কমিটির মত বিনিময় সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

সিএইচসিপি অ্যাসোসিয়েশন নাটোর জেলা শাখার উদ্যোগে করোনাকালীন সময়ে সরকারি ঘোষিত স্বাস্থ্যবিধি আইন লংঘন করে এমন গন জমায়েত করায় সংগঠনটি কাণ্ডজ্ঞানহীনের পরিচয় দিয়েছে বলে অভিমত প্রকাশ করেছেন স্বাস্থ্য সচেতন ব্যক্তিবর্গ ও সুধীসমাজ।নাম প্রকাশে অনিচ্ছুক জনৈক সিএইচসিপি জানান, ছোট্ট কক্ষে চেয়ার গাদাগাদি করে অংশগ্রহণকারীরা বসেন। অধিকাংশের মুখে মাস্ক ছিলোনা। করোনাকালীন সময়ে এমন পরিবেশ অবশ্যই করোনার ঝুঁকি বাড়াবে বলে তিনি মত প্রকাশ করেন।

বড়াইগ্রাম কেন্দ্রীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পিকেএম আব্দুল বারী বলেন, বড়াইগ্রামে করোনা পরিস্থিতি অন্যান্য উপজেলা থেকে খারাপ পর্যায়ে রয়েছে। এ অবস্থায় সকলকে আরো কঠোরভাবে স্বাস্থ্যবিধি মানা উচিত। স্বাস্থ্যকর্মীদের এমন আয়োজন কাম্য নহে। 

বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর তৌহিদুল ইসলাম জানান, একটি চাইনিজ রেস্টুরেন্টে ভেতর গন জমায়েত বা ৩০/৪০ জনের অনুষ্ঠান হবে এমন তথ্য তার কাছে ছিল না। তাৎক্ষণিকভাবে কেউ খবর দিলে এ ধরনের আয়োজন বন্ধ করা সম্ভব হতো। 

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা পরিতোষ কুমার রায় জানান, এ ধরনের অনুষ্ঠান হবে এমনটি তার জানা ছিল না। এ সময় এ ধরনের অনুষ্ঠান করাটা সরকার পারমিট করে না। 

উল্লেখ্য, ওই অনুষ্ঠানে বাংলাদেশ সিএইচসিপি অ্যাসোসিয়েশন নাটোর জেলা শাখার নবনির্বাচিত সাধারণ সম্পাদক ও বড়াইগ্রাম উপজেলা শাখার সভাপতি এবং বড়াইগ্রামের ভবানীপুর কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি আব্দুল আওয়াল কবিরাজের সঞ্চালনায় ও নবনির্বাচিত সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার (এনসিডিসি) ডা. সরোয়ার উদ্দিন মিলন।

বিশেষ অতিথি হিসেবে নাটোর জেলা শাখার সহ-সভাপতি ও গুড়ুমশৈল কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি আমিনুল ইসলাম, নাটোর জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত নবনির্বাচিত কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও দেখুন

বিএনপির সাবেক এমপি আমিনুল ইসলামের বিরুদ্ধে হামলা-দখলের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ,,,,,,,,,,চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্প ও বানিজ্য বিষয়ক সহ-সম্পাদক ও সাবেক …