শুক্রবার , নভেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / স্বাধীন ফিলিস্তিনের স্বীকৃতির দাবিতে নাটোরের ছাত্রলীগের পতাকা উত্তোলন সমাবেশ ও পদযাত্রা

স্বাধীন ফিলিস্তিনের স্বীকৃতির দাবিতে নাটোরের ছাত্রলীগের পতাকা উত্তোলন সমাবেশ ও পদযাত্রা

নিজস্ব প্রতিবেদক:

স্বাধীন ফিলিস্তিনের স্বীকৃতির দাবিতে নাটোরের ছাত্রলীগের জাতীয় পতাকার পাশাপাশি ফিলিস্তিনের পতাকা উত্তোলন সমাবেশ ও পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ ৬ মে সোমবার বেলা এগারোটার দিকে নাটোর নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজ প্রাঙ্গনে এই কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচিতে জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাহুল রহমান খান হীরার সভাপতিতে উপস্থিত ছিলেন নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি বুলবুল আহমেদ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি গোলাম রাব্বানী প্রমুখ। সমাবেশে ছাত্রনেতারা ফিলিস্তিনকে সাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণার দাবি জানান।

সেই সঙ্গে ফিলিস্তিনে ইজরাইলের বর্বর হামলার নিন্দা এবং তা বন্ধের দাবি জানান। কেন্দ্রীয় ছাত্রলীগের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সকল শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকার পাশাপাশি ফিলিস্তিনের পতাকা উত্তোলন করে ফিলিস্তিন জনগণের সাথে একাত্মতা প্রকাশ করা হয়।

আরও দেখুন

নাটোরের সকল এমপিদের গ্রেপ্তারের দাবি যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দের

নিজস্ব প্রতিবেদক,,,,,,,, সাম্য ও মানবিক দেশ বিনির্মাণে দিকনির্দেশনামূলক যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক …