নিজস্ব প্রতিবেদক, লালপুর:
মুজিব শতবর্ষ ও স্বাধীনতা সুবর্ণজয়ন্তী উপলক্ষে নাটোরের লালপুরে গোপালপুর চিনিকলের ৭১’এর ইতিহাস তুলে ধরতে গণহত্যা বিষয়ক থিয়েটার শহীদ সাগর নাটক মঞ্চস্থ করলো শিল্পকলা একাডেমি। শনিবার রাতে বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে ও নাটোরের জেলা প্রশাসনের সহযোগিতায় গোপালপুর নর্থ বেঙ্গল সুগার মিলস্ হাইস্কুল মাঠে এই নাটক অনুষ্ঠিত হয়।
১৯৭১ সালে ৫মে পাকিস্তানের হানাদার বাহিনীর বুলেটর আঘাতে নিহত চিনিকলের তৎকালীন প্রশাসক লে: শহীদ আনোয়ারুল আজিম সহ অনান্য শহীদের ওই দিনের নির্মম ঘটনা মঞ্চ নাটকে তুলে ধরা হয়। অনুষ্ঠানে নাটোর শিল্পকলা একাডেমির সভাপতি ও জেলা প্রশাসক শামীম আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ হুমায়ুন কবির, নাটোর জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ সরকার, লালপুর উপজেলা নির্বাহী অফিসার উম্মুল বানীন দ্যুতি,কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরমেন্স ষ্টাডিজ বিভাগের অধ্যাপক ড.মামুন রেজা, চিনিকলের শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের সভাপতি গোলাম কাওসার, সাধারণ দেলোয়ার হোসেন পিন্টু, শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক স্বপন কুমার পাল, গোপালপুর পৌরসভা আওয়ামী লীগের একাংশের সভাপতি সাইদুর রহমান, সাধারণ সম্পাদক রোকনুল ইসলাম লুলু, লালপুর সদর ইউনিয়ন আওয়ামী লীগের একাংশের সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম বাঘা, আড়বাব ইউনিয়ন আওয়ামী লীগের একাংশের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম,ওয়ালিয়া ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান নূরে আলম সিদ্দিকি প্রমুখ। এছাড়া স্থানীয় সংবাদকর্মীরা সহ সুধীজনরা উপস্থিতি ছিলেন। এসময় হাজার হাজার দর্শক মঞ্চ নাটক উপভোগ করেন।
আরও দেখুন
বিএনপির সাবেক এমপি আমিনুল ইসলামের বিরুদ্ধে হামলা-দখলের অভিযোগ
নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ,,,,,,,,,,চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্প ও বানিজ্য বিষয়ক সহ-সম্পাদক ও সাবেক …