শুক্রবার , ডিসেম্বর ২৭ ২০২৪
নীড় পাতা / জাতীয় / স্বাধীনতা পুরস্কার পাচ্ছে বিদ্যুৎ বিভাগ

স্বাধীনতা পুরস্কার পাচ্ছে বিদ্যুৎ বিভাগ

নিউজ ডেস্ক:
মুজিববর্ষে শতভাগ বিদ্যুতায়নে সাফল্যের স্বীকৃতি হিসাবে ‘স্বাধীনতা পুরস্কার-২০২২’ পাচ্ছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগ।

বুধবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে বলে জানান বিদ্যুৎ মন্ত্রণালয়ের উপ-প্রধান তথ্য কর্মকর্তা মীর মো. আসলাম উদ্দিন।

তিনি বলেন, “শতভাগ বিদ্যুতায়নের মাধ্যমে দেশের আর্থ সামাজিক উন্নয়নে অবদান এবং মুবিজবর্ষে শতভাগ বিদ্যুতায়ন সফলভাবে সম্পন্ন করায় বিদ্যুৎ বিভাগকে ‘স্বাধীনতা পুরস্কার-২০২২’ প্রদানের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার।”

গেল ২১ মার্চ শতভাগ বিদ্যুতায়নের লক্ষ্য অর্জিত হওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয় সরকারের তরফে।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ এক বিবৃতিতে বলেন, “শতভাগ বিদ্যুতায়নের অনন্য মাইলফলক অর্জনের জন্য বিদ্যুৎ বিভাগ ২০২২ সালের স্বাধীনতা পুরস্কার অর্জন করলো। এজন্য কৃতজ্ঞতা জানাই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে। ধন্যবাদ জানাই বিদ্যুৎ বিভাগ ও এর আওতাধীন দপ্তর-সংস্থার প্রত্যেকটা সহকর্মীকে, যারা এই অসাধ্যকে বাস্তবে রূপ দিয়েছেন।“

এর আগে চলতি বছরের স্বাধীনতা পুরস্কারের জন্য নয়জন ব্যক্তি এবং এক প্রতিষ্ঠানের নাম ঘোষণা করে সরকার।

আরও দেখুন

বাগাতিপাড়ায় আগুনে পোড়া তিন পরিবার পেল সহায়তা

নিজস্ব প্রতিবেদক বাগাতিপাড়া,,,,,,,,,,,,,নাটোরের বাগাতিপাড়ায় আগুনে পুড়ে যাওয়া ৩টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে …