বুধবার , ডিসেম্বর ২৫ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / স্বাধীনতার ৫১ বছর পর স্মৃতিসৌধ পেল বড়াইগ্রাম পৌরবাসী

স্বাধীনতার ৫১ বছর পর স্মৃতিসৌধ পেল বড়াইগ্রাম পৌরবাসী

নিজস্ব প্রতিনিধি, বড়াইগ্রাম নাটোর:
স্বাধীনতার দীর্ঘ ৫১ বছর পর প্রথমবারের মত স্মৃতিসৌধ পেল বড়াইগ্রাম পৌরবাসী। পাশে শিক্ষার্থীসহ দর্শনার্থীদের জানার জন্য স্মৃতিসৌধের প্রতিটি স্তম্ভের তাৎপর্য তুলে ধরে তথ্যবহুল দেয়ালিকাও লাগানো হয়েছে। মেয়রের উদ্যোগ ও পরিকল্পনায় পৌর চত্ত¡রে দৃষ্টিনন্দন এ স্মৃতিসৌধ স্থাপনে দারুণ খুশি সর্বস্তরের মানুষেরা।

বৃহস্পতিবার রাতে জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি প্রধান অতিথি হিসাবে আনুষ্ঠানিকভাবে নবনির্মিত বড়াইগ্রাম পৌর কেন্দ্রীয় স্মৃতিসৌধের উদ্বোধন করেন। এ সময় মেয়র মাজেদুল বারী নয়ন, পৌর আওয়ামীলীগের সভাপতি আব্দুর রাজ্জাক সরকার, সম্পাদক অধ্যক্ষ মাহবুব উল হক বাচ্চু, প্যানেল মেয়র ফজলুল হক ফজের, সচিব জালাল উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সাবেক প্রচার সম্পাদক আব্দুল বারেক, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিল প্রধান উপস্থিত ছিলেন।

আনুষ্ঠানিক উদ্বোধনের পর রাত ১২টা ১ মিনিটে পৌর পরিষদ, থানা, পৌর আওয়ামীলীগ ও অঙ্গসংগঠন, উপজেলা প্রেসক্লাব, সাব রেজিষ্ট্রি অফিসসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষ্যে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হয়। সকালেও পৌর এলাকার সকল শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি বিন¤্র শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। পৌর চত্ত¡রসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শহিদ মিনার থাকলেও প্রথম বারের মত নির্মিত স্মৃতিসৌধটি দেখতে সারাদিনই পৌরসভাসহ আশেপাশের বাসিন্দারা সেখানে ভীড় জমান।

আরও দেখুন

সিংড়ায় আগ্রহ বাড়ছে বস্তায় আদা চাষের

নিজস্ব প্রতিবেদক সিংড়ায় ,,,,,,,,,,,কম খরচে বেশি আয়ের আশায় পতিত জমিতে আদা চাষ শুরু করেছেন নাটোরের …